মাহদি হাসান, নকলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের উপজেলার ২০ টি দাখিল মাদরাসার নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ১২০ টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জাহাঙ্গীর আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়
সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com