উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চারটি পরিবার কে নগদ অর্থের চেক বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সিরাজুল ইসলাম শাজাহান, আব্দুল মতিন মৃধা, ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তির দুটি পরিবার কে বিশ হাজার করে এবং বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবার কে বিশ হাজার করে, চারটি পরিবার কে মোট ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com