"একদিন এক ধনী লোক তার বাসায় নষ্ট হয়ে যাওয়া ঝুড়ি ভর্তি নানান পদের পচা খাবার তার গরীব কর্মচারীকে দিয়ে দিলো। বেচারা মুচকি হেসে ঝুড়িটা নিয়ে বাড়ি চলে গেল,...
বাড়ি গিয়ে পচা খাবারগুলো ফেলে দিয়ে ঝুড়িটা ভালো করে পরিষ্কার করল, তারপর তাতে সুন্দর সুন্দর ফল সাঁজিয়ে পরদিন সেই ধনী ব্যক্তিকে উপহার দিলো। ধনী লোকটি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, " তোমাকে ঝুড়িভর্তি নষ্ট খাবার দিয়েছিলাম, আর তুমি আমাকে সুন্দর সুন্দর ফলে ভরা ঝুড়ি ফেরত দিচ্ছো কেন?"
লোকটি ধনী লোকটিকে উত্তর দিল: "প্রত্যেক মানুষ তার অন্তরে যা আছে সেটাই অন্যকে দেয়" আপনার ভিতরে যা ছিল তাই দিয়েছেন। দানশীল হবার জন্য আপনাকে প্রথমে ধনী হওয়ার দরকার নেই, বড় মন থাকলে গরীবও দানশীল হতে পারে।
®HasanHafizurRahman
ধনী হোক কিংবা গরীব হোক...সবাই সদয় হতে পারে, উদার হতে পারে, তার জন্য যা দরকার তা হল... একটি বড় মন.....❤️
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com