হাফিজুর রহমান শিমুলঃ স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়নে একযোগে বিভিন্ন ভাবে প্রচার, লিফলেট বিতরণ ও ওয়ার্ড পর্যায়ে মাইকিং ও দ্রুততম সময়ের মধ্যে আবেদনকারীদের সেবা প্রদান করা হচ্ছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই- নামজারি, হাট-বাজার ইত্যাদি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সেবা গ্রহণের পদ্ধতি ও বিভিন্ন তথ্য তুলে ধরে প্রচার করা হচ্ছে। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত প্রতিদিন চলবে এধরণের তথ্য প্রচার। এছাড়া উপজেলার প্রতিটি হাট বাজারে এবং ছোট বড় মোড় এমনকি লোক সমাগম হয় এমন স্থানে স্থাপন করা হয়েছে ভূমিসেবা বুথ। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০ টায় উপজেলার নাজিমগঞ্জ বাজারে স্থাপন করা ভূমিসেবা বুথের মাধ্যমে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। তিনি ফিতাকেটে সপ্তাহ ব্যাপী ভূমিসেবা বুথের উদ্বোধন করেন।এসময়ে উপজেলার প্রান্তিক পর্যায়ে নাগরিকের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সাড়া ফেলেছেন। এবারের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও সেবা গ্রহনকারীদের করণীয় বিষয়ে ধৈর্য্য সহকারে বুঝিয়ে দিচ্ছেন। এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসন্তপুর ভুমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। উল্লেখ্য যে, সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলা ভুমি অফিসের উদ্যোগে গত ২২ মে সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৮ মে পর্যন্ত।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com