সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের ভাই আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনার কাছে অনুরোধ করতেছি সারা বাংলাদেশের নৌকার এত ভোট নৌকার এত কর্মী নৌকার এত সমার্থক কেন গাজীপুরেএডভোকেটআজমত উল্লা খান ভাইয়ের কেন পরজয় হইলো।?????এর জন্য দায়ী আপনারা কারণ আপনারা ত্যাগি নেতাকর্মীদেরকে মূল্যায়ন করেননি যারা ঢাকা রাজপথে এক এগারতে আন্দোলনের সংগ্রামের ফসল হল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের মমতাময়ী নেত্রী সারা বাংলাদেশে অনেক কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগের ত্যাগে নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হয়নি সারা বাংলাদেশে একই অবস্থা এখনো সময় আছে ত্যাগিনেতা কর্মী দের মূল্যায়ন করুন না হলে সামনের সামনের দিনগুলো গাজীপুরের মতই হবে তাগিরা কখনো বেইমানি করে না হাইব্রিডটা দলে আজকের আছে কালকের নাই তারই প্রমানগাজীপুর এর নির্বাচন আজমতউল্লাখানভাই অনেক ভালো মানুষ তার মতো লোক নির্বাচনে পরজয় বরন এরচেশেদুঃখের আর কিছু নাই তাই জনাব সাধারণ সম্পাদক আওয়ামী কেন্দ্রীয় কমিটি আপনার কাছে অনুরোধ বাংলাদেশে আওয়ামীলীগ থেকে হাইব্রিডদেরকে দল থেকে বের করে ত্যাগীদেরকে মূল্যায়ন করুন সময় থাকতে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
শামীম হাসান শামীম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী তরুণলীগ কেন্দ্রীয় কমিটি