হাফিজুর রহমান শিমুলঃ দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে শনিবার (২৭ মে) বেলা ১১ টা কালিগঞ্জ প্রেসক্লাব হলরুমে পিস ফ্যাসিলিটিটর গ্রুপ (পি এফজি) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে সক্রিয় সকল বৈধ নিবন্ধিত রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে টি এইচ পি'র অনুপ্রেরণায় গঠিত একটি বহুদলীয় প্ল্যাটফর্ম হচ্ছে পিস ফ্যাসিলিটার গ্রুপ (পি এফ জি) যা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখবে। এই সংগঠন একটি উদার অসাম্প্রদায়িক বহু তত্ত্ববাদী সহনশীল, মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ সহিংসতা প্রতিরোধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনে প্রচেষ্টাকে উৎসাহিত করাই পি এফ জির উদ্দেশ্য। সুজন সুশাসনের জন্য নাগরিক কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পিস এম্বাসেডর শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, পিএফজি গ্রুপ কালিগঞ্জ শাখার সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিঃ প্রোগ্রামার রুবিনা খাতুন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌসিম শিমুল, উপজেলা আ'লীগের নেতা অধ্যাপক জিএম আতিয়ার রহমান, আশেক মেহেদী, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, প্রভাষক সাইফুল ইসলাম, জাতীয় পার্টি উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, এস এম আহমাদ উল্লাহ বাচ্চু, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন , এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সাংবাদিক আশেক মেহেদী, কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলাদেবী মল্লিক, মাফুজা খানম, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম , শেখ আব্দুল করিম মামুন হাসান, লাইলী পারভীন, সৈয়দ মাহমুদুর রহমান প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা পিএফ জি গ্রুপ কমিটি গঠন করা হয়। এছাড়া ৪ জন এম্বাসেডর ও একজন উপজেলা সমন্বয়কারী নির্বাচন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com