হাফিজুর রহমান শিমুলঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক পদযাত্রা, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বুধবার (৩১ মে) সকাল ১০ টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ম্যানেজিং কমিটি, ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়। দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের ভূমিকায় মুখ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের উপ পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু'র সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাছু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ'লীগের সিনিঃ সহ-সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাস, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইলা দেবী মল্লিক, মাওলানা আশরাফুল ইসলাম আজিজ, সৈয়দ মাহমুদুর রহমান, ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন সেক্রেটারী ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন সেক্রেটারী এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখ। অনুষ্ঠানের শেষে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার সহ রচনা উপযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কমিটির সদস্য, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com