মোঃ শফিকুল ইসলাম (শেরপুর) :
শেরপুরের নকলায় পণ্যে পাটজাত মোড়ক বা ব্যাগ ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
বুধবার (৩১ মে) বিকেলে পৌর শহরের চাউল বাজারে এ আদালত পরিচালনা করে ১৪ জন চাল ব্যবসায়ীকে প্রাথমিক ভাবে সতর্ক করাসহ
সর্বমোট ৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৪ ধারায় ১৪ চাল ব্যবসায়ীকে এসব জরিমানা করা হয়। তাছাড়া সকল দোকানদার ও ব্যাবসায়ীদের পণ্যে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারে সতর্ক করা হয়।
এসময় শেরপুর পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন, নকলা থানার এসআই কামরুল ইসলামসহ পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্য অনেকে উপস্থিত ছিলেন।
আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় অন্তর্ভুক্তকৃত পণ্য সমূহের মোড়ক হিসেবে পাট জাত ব্যাগ ব্যবহার না করলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com