হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে পৃথক পাঁচটি হোটেল মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলা মোড়ের হোটেল রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। অভিযানকালে থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, স্বাস্থ্য বিধি অমান্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন অবশ্যই সবাইকে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। উপজেলা এলাকায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com