প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৩, ৪:৪২ পি.এম
ফুলবাড়ীতে বালুর ট্রাক্টর দিয়ে যুবকের মৃত্যু
ইয়াছির আল কুরুনী মাহিম ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুর ট্রাক্টরের নিচে চাপা পড়ে একরামুল হক (৪২) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকাল এগারো টার দিকে উপজেলার আছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশ থেকে বালুর ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল। ট্রাক্টরটি আছিয়ার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ পিছনের চাকার বেয়ারিং ভেঙ্গে যায়। চালক একরামুল ট্রাক্টরটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জগ লাগিয়ে চাকা খুলতে শুরু করেন। এক পর্যায়ে জগ থেকে পিছলে ট্রাক্টর এর মাথা তার উপর পড়লে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন অনেক চেষ্টা করেও তাকে ট্রাক্টরের নিচ থেকে বের করতে না পারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com