বিয়ের পর এক নব দম্পতি নতুন বাসায় উঠেছে, সেখানে প্রথম রাত যাপনের পরদিন সকালে নতুন বউ তার স্বামীকে জানালার ভেতর দিয়ে পাশের বাসার ছাদে শুকাতে দেয়া কাপড় দেখিয়ে বললো, ও বাসার লোকেরা ঠিকমতো কাপড় ধুতে জানে না...
পরদিনও সেই একই কাজ,পাশের বাসার ছাদে শুকাতে দেয়া কাপড় দেখিয়ে বললো, "ওদের কাপড় ধোয়া ভালো না ; জানেই না কিভাবে কাপড় পরিষ্কার করতে হয়। মনেহয় ভালো সাবান কিংবা ডিটারজেন্ট ব্যবহার করে না।"
সব শুনে স্বামী চুপ করে তাকিয়ে রইলো।
এভাবে বউটা যেদিনই প্রতিবেশীর ছাদে কাপড় রোদে দেয়া দেখে, বউটা সেই একই মন্তব্য করে।
মাস খানেক পরে একদিন হঠাৎ, বউটা প্রতিবেশীর ছাদে পরিষ্কার করে ধোয়া কাপড় দেখে অবাক হয়ে গেল। এবার সে স্বামীকে বলল, "দেখো দেখো, এতদিনে মনেহয় ওরা শিখেছে কিভাবে কাপড় ধুতে হয়, ভাবছি কে ওদের শেখালো?"
স্বামী উত্তর দিল, "আজ সকালে উঠে আমাদের জানালার কাঁচে জমা ধুলো ময়লা পরিষ্কার করেছি।"
** দেখার সময় আমরা যা দেখি, তা কেমন দেখবো সেটা নির্ভর করে যে মাধ্যম দিয়ে দেখবো তার স্বচ্ছতার উপর। তাই কিছু বিচার করতে খুব তাড়াহুড়া করা উচিত নয়, বিশেষ করে যদি আপনার দৃষ্টিভঙ্গি রাগ, হিংসা, বিদ্বেষ নেতিবাচকতা বা অপূর্ণ আকাঙ্ক্ষার মেঘে ঢাকা থাকে....
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com