পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুক্রবার তাদের দুটো ফ্লাইট বাতিল করেছে। শুক্র ও শনিবার মিলিয়ে পাঁচটি ফ্লাইট বাতিল করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। কলকাতা বিমানবন্দর বন্ধ থাকায় শনিবার সকালে ঢাকা থেকে সেখানকার ফ্লাইট বাতিল করেছে রিজেন্ট এয়ারওয়েজও।
ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার গতিবেগের বাতাসের শক্তি নিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশার ঊপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘ফণী’। ঝড়ে অন্যান্য স্থাপনার পাশাপাশি সেখানকার ভুবনেশ্বর বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের দিন মধ্যরাত থেকে বন্ধ থাকা এই বিমানবন্দর মেরামত শেষে শনিবার দুপুরে চালু করার আশা করছে কর্তৃপক্ষ।
ওড়িশায় ধ্বংসযজ্ঞ চালিয়ে এখন পশ্বিমবঙ্গের কাছে ঘূর্ণিঝড়টি। ঝড়ের কারণে শুক্রবার দুপুর থেকে বন্ধ রয়েছে কলকাতা বিমানবন্দর, সেটি পুনরায় কখন চালু করা হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি।
ঢাকা বিমানবন্দর এখনও সচল থাকলেও কলকাতাগামী ফ্লাইটের পাশাপাশি ঝড়ের কারণে অভ্যন্তরীণ রুটেরও কয়েকটি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ শুক্রবার রাতে বলেন, ঝড়ের কারণে এদিন ঢাকা-যশোর বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের ঢাকা-কলকাতা বিজি ০৯৫ ফ্লাইট শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ডিলে করা হয়েছে।
নভোএয়ারের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাহ উল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে শুক্রবার বিকেলে ঢাকা থেকে কলকাতার একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া শনিবার ঢাকা থেকে কলকাতা, যশোর ও কক্সবাজারের একটি করে এবং চট্টগ্রামের দুটিসহ মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
রিজেন্ট এয়ারওয়েজের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এজিএম মোহাম্মদ জাফর উজ জামান বলেন, “ভারতের এয়ার ফিল্ড বন্ধ থাকায় আমরা তাদের নির্দেশনায় শনিবার সকালে ঢাকা- কলকাতার একটি ফ্লাইট বাতিল করেছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com