সাতক্ষীরা পৌরসভায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৭ জুন) দিবাগত রাতে কোনো এক সময় লাগা আগুনের তাপটে রাত ১২টার পর পৌরসভার ভবন থেকে ধোঁয়ার কুন্ডলি ও পোড়া গন্ধ পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছে রাত ১২টার পর ধোঁয়া ও পোড়া গন্ধ পেয়ে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে আগুন নিভিয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানিয়েছে, ৯৯৯ কলের মাধ্যমে জানতে পেরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌরসভা ভবনে লাগা আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয়েছে। পৌরসভার ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কি ভাবে, কি কি পুড়ে গেছে তা এখনি বলা সম্ভাব নয়। সেটি পরে জানানো হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, ৯৯৯ এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল পৌরসভায় যেয়ে আগুন নিভাতে ফায়ার সার্ভিস'কে সহায়তা করেছে। পৌরসভার ৩য় তলায় কনফারেন্স রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভলেও কি ভাবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা সম্ভব নয় বলে জানান তিনি। -----------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com