হাফিজুর রহমান শিমুলঃ "বন্ধ হলে দুর্ণীতি, উন্নয়নে আসবে গতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে সততা ষ্টোর। দুর্ণীতি দমন কমিশনের সহযোগিতায় ও শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তবায়নে রবিবার (৫ মে) বেলা ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক আনন্দ কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন আমি দুর্ণীতি করবো না, অন্যকেও দুর্ণীতি করা থেকে বিরত রাখবো। সমাজ তথা দেশকে এগিয়ে নিতে হলে দুর্ণীতিকে রুখতে হবে। ছাত্র অবস্থা থেকেই দুর্ণীতি কে না বলতে শিখতে হবে। দুর্ণীতি কমিশন এই সততা ষ্টোর পদ্ধতি চালু করে একটি নজির স্থাপন করেছেন। উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্ণীতি দমন কমিটির উপজেলা সহ সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, সদস্য শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, বিষ্ণুপুর কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সুধীবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com