বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত গরম ও বিদ্যুৎ না থাকার কারণে ৫জন পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, খুলনা জেলার রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গত মঙ্গলবার
১৩ই জুন ২০২৩ পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরম সইতে না পেরে ৫জন পরীক্ষার্থী জ্ঞান হারায়। ছাত্রীরা হলো— ১০ম শ্রেণীর মুনিয়া ইংরেজী ২য় পত্র বিষয়ে পরীক্ষা দিচ্ছিল।
তাছাড়া— ৬ষ্ঠ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন কারী ছাত্রীদের মধ্যে তনুসকা শীল, বৈশাখী, রেক্সনা, সানজিদা প্রমূখ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা বলেন, বিদ্যুৎ না থাকায় ও তীব্র গরমে পরীক্ষার হলে হঠাৎ এক এক করে পরীক্ষার্থী অসুস্থ হয়ে ঘুরে পড়েতে শুরু করে।
এমতাবস্থায় তাৎক্ষনিক অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক অক্সিজেন এবং স্যালাইন পুশের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি করে নেয়। পরে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়।
আবাসিক মেডিকেল অফিসার ডা: পিকিং সিকদার বলেন, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিক ভাবে তারা অসুস্থ হয়ে পড়ে।
রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চের প্রধান মো. এ হালিম খান বলেন, ঘটনার সময়ে ওই এলাকায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ চলমান ছিল। ঘটনার পর জানতে পারলাম ওই এলাকার সংযোগ ফিউজটি কেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com