হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭ বালক) এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরা'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি কাজী কাউফিল ওয়ারা সজল, কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রেফারি শেখ ইকবালার বাবলু ও অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আশেক মেহেদী ও মনিরুল ইসলাম মনি, সদস্য শাহিনুর রহমান শাহিন, নুরুজ্জামান ও সৈয়দ মমিনুর রহমান প্রমূখ। সকালে উদ্বোধনী খেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে দ্বিতীয় খেলায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ জয়লাভ করে তৃতীয় খেলায় তারালি ইউনিয়ন পরিষদ কে হারিয়ে নলতা ইউনিয়ন পরিষদ জয় লাভ করে চতুর্থ খেলায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদ কে হারিয়ে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। বিকালের পর্বে ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদ কে হারিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে এবং শেষ খেলায় রতনপুর ইউনিয়ন পরিষদ কে হারিয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ জয়লাভ করে। খেলাটির ধারা বর্ণনায় ছিলেন এম আর মোস্তাক, মিজানুর রহমান ও সুকুমার দাশ বাচ্চু। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা আগামী শনিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com