প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৮:৩৮ পি.এম
রাঙামাটি হিল এড্রেস আবাসিক হোটেলে পুলিশের অভিযানে আটক ৬
"রাঙামাটি প্রতিনিধি "
রাঙামাটি হিল এড্রেস আবাসিক হোটেলে পুলিশের অভিযানে আটক ৬ পুলিশ সূত্রে জানা যায়, তক্ষক একটি বন্য প্রাণী। বন্যপ্রাণী ধরা ও মারা আইনগত অপরাধ জানা শর্তেও কিছু অসাধু ব্যাক্তি তক্ষক ধরে পাঁচার করেন এবং লক্ষ্য টাকা অবৈধ আয় করেন। এবং অনৈতিক কাজে লিপ্ত থাকা (দেহ ব্যবসা )সমাজের জন্য জঘন্য একটি কাজ ।মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-র ১২ (১) ধারায় বলা হয়েছে, “কোন ব্যক্তি পতিতালয় স্থাপন বা পরিচালনা করলে অথবা তা স্থাপন বা পরিচালনা করতে সক্রিয়ভাবে সহায়তা বা অংশগ্রহণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ৩ (তিন) বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে রিজার্ভ বাজার হোটেল হিল এড্রেস (আবাসিক) তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয় । হোটেলে অবস্থান করার সততার নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয় রাঙ্গামাটি জেলা পুলিশ কতোয়ালি থানা ।
তক্ষক ও অনৈতিক (দেহ ব্যবসা) জড়িত আটক ৬ আটককৃতরা ১।নাছির উদ্দিন (৩৭)২।শফিক মিয়া(২৪)
৩।জামাল হোসেন রাকিব( ১৯)সর্ব লংগদু।৪।রুমা(৩৪), নোয়াখালী, ৫।নাজমা বেগম(৪০), হাটহাজারী।
সকলকে রিজার্ভ বাজার হোটেল হিল এড্রেস থেকে ১৬/৬/২৩ রাত ১.৩০ ঘটিকায় অনৈতিক( দেহব্যবসা) কর্মকান্ডে জড়িত থাকায় গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয়েছে।
অপর দিকে ১টি তক্কক সহ মামুন মিয়া (৩০) সাং লংগদু কে একই হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।
১৬০৬/২৩ গভীর রাতে এ তক্ষক সহ অনৈতিক কাজে লিপ্ত ব্যক্তিদের আটক করা হয় বলে জানান কোতয়ালী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, বৃহস্পতিবার রাত থেকেই গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে ধরতে একটি চৌকস টিম তৈরি করি তক্ষক পাচার ও অনৈতিক কাজে লিপ্ত থাকা মহিলা ও পুরুষদের আটক করা হয়। আমরা তক্ষক গুলো উদ্ধার করে বন বিভাগকে বুঝিয়ে দিয়েছি। যাতে তারা এগুলো বনে ছেড়ে দিতে পারে এবং তক্ষকগুলোর যেনো কোন ক্ষতি হয় না। এবং অনৈতিক (দেহ ব্যবসা) মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-র ১২ (১) ধারায় বলা হয়েছে, “কোন ব্যক্তি পতিতালয় স্থাপন বা পরিচালনা করলে অথবা তা স্থাপন বা পরিচালনা করতে সক্রিয়ভাবে সহায়তা বা অংশগ্রহণ করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com