আমি তো তারই কবিতা লিখি,
যে আমার ডানা ভেঙ্গে দিয়েছে।
আমি তো তার রঙেই ছবিই আঁকি,
যে চিত্রকরেই রংয়ের আঁচড় দিয়েছে।
আমি তো সেই পোট্রেটেরই ক্যানভাস,
সেই আঁকিয়েই ফ্রেমটা ভেঙ্গে দিয়েছে।
আমি তো সে মেঘেই ভেসে বেড়াই,
যে আমায় অঝোর ধারা দিয়েছে।
আমি তো সে জোয়ারেই সাঁতরে বেড়াই,
তার ভাটার টানেই আমায় ডুবিয়েছে।
আমি তো সেই নাচেরই পুতুলি,
সেই কুহকেই তার সুঁতো কেটেছে।
আমি তো সেই ঘুড়ি যে আকাশ ছুঁয়েছে,
যার লাটাই তবু নিজ হাতেই রেখেছে।
আমি তো সেই সাদামেঘেই ডানা মেলেছিলাম,
তার তীরেই আমায় ভূপাতিত করেছে।
আমি তো সেই বৈদ্যরই নিয়মিত রোগী,
যে আমায় মানসিক ব্যামো দিয়েছে।
আমি তো সেই হাজতেরই কয়েদি,
যে আমায় বিনা জামিনের কেস দিয়েছে।
আমি তো সেই তীরন্দাজেরই নিশানা,
যে বারে বারে আমারেই বিঁধেছে....♥
লেখকঃ হাসান হাফিজুর রহমান।
তপ্তদুপুর
২আষাঢ় ১৪৩০
রাজশাহী
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com