প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৩, ৪:৫৩ পি.এম
আত্মহত্যা নাকি হত্যা
যশোর জেলার সদর উপজেলার নওদাগ্রামের মৃত হানেফ আলীর পুত্র মো: হাইফার আলী আজ ১৭-০৬-২০২৩ তারিখ আনুমানিক সকাল ৭:৩০ মিনিটে দা দিয়ে নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। হাইফার আলী দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ভুগছিল, শোনাযায় তার স্ত্রী ও সন্তানেরা তাকে বিভিন্ন সময় টাকার জন্য চাপদিত হাইফার আলী স্থানীয় মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী চাকরী করতেন সল্প বেতনের চাকুরীর পক্ষে পরিবারের আর্থিক যোগান তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল সে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ৭ /৮ লক্ষ টাকা লোন নিয়েছে আরও শোনা যায় তার স্ত্রীর একাধিক ব্যাক্তির সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে। আজ সকালে সে নিজের গলা নিজেই দা দিয়ে কাটার পর স্থানীয় লোকজন ইজিবাইকে করে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করলে তাকে হাসপাতালে না নিয়েই বাড়ী নিয়ে আসে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে RAB PBI DB এবং কোতয়ালী থানা পুলিশ ঘটনা স্থলে হাজির হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী গুলো সন্দেহ করেন এটা আত্মহত্যা নয় হত্যা কারণ নিজে নিজের গলা কাটলে গলার নলীর বেশি কাটা সম্ভব নয় তার গলা ঘাড়ের দিকে অল্প বেধে আছে। পুলিশ তার স্ত্রী, ছেলে ও স্বশুড়িকে থানায় নিয়ে গেছে। হাইফার আলীর মৃতদেহ পোস্টমার্টামের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
মো: জাহিদুর রহমান
রিপোর্টর
যশোর সদর
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com