সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিন উদ্দিন দোলন এর গরু ও মুরগির খামারে আতংক ছড়িয়ে হামলা করে খামারের কর্মচারীদের পিটিয়ে আহত করে গরু লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী সাহেদা আমিন রিটা সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে সোনাগাজীর ৪ নং মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবি উজ্জামান বাবু ও তার সংঘবদ্ধ চক্রের চার জন রামচন্দ্রপুর গ্রামের মৃত নুর আলমের ছেলে মো: মো:আলমাস, দৌলতকান্দি গ্রামের শামসুল হুদা খোন্দকারের ছেলে আমজাদ হোসেন খোন্দকার জাবেদ, দৌলতকান্দি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম প্রকাশ রিংকু মেম্বারসহ তাদের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জন কে আসামি করা হয়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রবি উজ্জামান বাবু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
তবে অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রবি উজ্জামান বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কিছুই জানেননা বলে জানান। তিনি বলেন সামনে জাতীয় নির্বাচন আমি এমন কাজ কেন করবো?
লিখিত অভিযোগে সাহেদা আমিন রিটা বলেন, ১৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে মেসার্স ইফতি এন্টারপ্রাইজ নামের পোল্ট্রি ও ডেইরী খামারে হঠাৎ আতংক ছড়িয়ে খামারে কর্মরত শ্রমিক রহিম উল্যাহ কে জিম্মি করে খামার থেকে ৭/৮টি গরু লুট করে নিয়ে যাওয়ার চেস্টা করে ইউপি চেয়ারম্যান রবি উজ্জামান বাবু ও তার লোকজন। এতে খামারের কর্মচারী রহিম উল্যাহ বাধা দিলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে খামারের কর্মচারী রহিম উল্যাহ শৌর চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। চেয়ারম্যান রবি উজ্জামান বাবু ও তার সংঘবদ্ধ চক্রের অস্ত্র ও হুমকি ধামকি পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারেনি। সে ভয়ে গ্রাম্য ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ সুত্রে জানা যায়।
খামারের পরিচালক আমিন উদ্দিন দোলন জানান, আমি ৪ নং মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,গত কয়েক বছরের মধ্যে আমার খামারবাড়িতে তিন দফা হামলা চালান ইউপি চেয়ারম্যান রবি উজ্জামান বাবু ও তাঁর সহযোগীরা। তাঁরা আমার খামারের গাভীগরু ও খামারের আসবাব পত্রসহ লাখ লাখ টাকার মালামাল আগুন দিয়ে পুড়িয়ে পেলে।
তিনি আরো জানান, খামারে হামলার বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে অবগত করেছেন, তিনি সাংগঠনিক ভাবে কঠিন ব্যবস্থা নিবেন বলেও জানান।
ওই খামারবাড়িতে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান রবি উজ্জামান বাবু ও তার লালিত সংঘবদ্ধ চক্রের হামলা চাঁদাবাজি সহ নানারকম হয়রানির ভয়ে কোটি কোটি টাকার মুরগির তিনটি সেট পরিত্যক্ত হয়ে পড়ে আছে। যে সেট গুলোতে ৩৫ হাজারেরও বেশি লেয়ার মুরগী পালন করা হতো বলেও জানান খামারে মালিক।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু: খালেদ হোসেন বলেন, খামারের মালিক আমিন উদ্দিন দোলনের স্ত্রীর‘লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com