এক কর্মব্যস্ত ভদ্রলোক মেয়ের স্কুল বন্ধের সময় ছুটি কাটাতে তার পরিবারকে পৈত্রিক বাড়িতে পাঠালেন। বেড়ানো পর তারা বাসায় ফিরলে তিনি তার ছোট মেয়েকে জিজ্ঞেস করলেন, " দাদু বাড়ি কেমন লাগলো? খুব মজা হয়েছে নিশ্চয়ই?"
" খুব খুব ভালো লেখেছে, অনেক মজা করেছি,
ফুফু ছাড়া আর সবাইকে ভালো লেগেছে। কেমন জানি অহংকারী, মুখ গোমটা, মনে হয় আমাকে পছন্দ করে না"
" কেন, কেন? এমন মনে হলো কেন ?"
ছোট্ট মেয়েটি বললো, "আমি যতবারই তাকে
সালাম দিলাম, সে একটিবারও জবাব দিলো না। উনি যখন ঘরের কাজে করছিলেন, উনার কাজে কত হেলপ করলাম অথচ উনি একবার ধন্যবাদ'ও বলেন নি। যে কয়দিন বাড়িতে ছিলাম, সবার সাথে কত কথা বললাম, সবাই কতকি জিজ্ঞেস করলো, কতশত কথা বললো অথচ উনি কখনও আমার সাথে একটি কথাও বলেনি! খুব অবিশ্বাস্য!!"
বাবা তাকে জিজ্ঞেস করলেন, "সত্যি? তাহলে, যখন তাকে সালাম দিলে, তার প্রতিক্রিয়া কী ছিল?"
মেয়েটি বললো, "সে এমন ভান করলো যেন আমাকে দেখেই নি"।
কিছুক্ষণ থেমে বাবা বললেন, "ঠিকই বলেছ, তোমার ফুপুটা সত্যিই একটা খারাপ আন্টি, সত্যিই সে তোমাকে পছন্দ করেনা, তাই, এখন থেকে, যতটা সম্ভব তাকে এড়িয়ে চলার চেষ্টা করবে"।
এরপর, বাবা মেয়ের হাত ধরে মিষ্টি হেসে বললেন, "এটা তোমার অবচেতন মনের কথা, তোমার মন তোমার আন্টি সম্পর্কে কিছু নেগেটিভ ধারনা তৈরি করে ফেলেছে, ফলে তুমি চানতেও চেষ্টা করোনি যে, সে বধির ও বোবা। তোমার ফুফু বলতে বা শুনতে অক্ষম, তাই তার সম্পর্কে তোমার সমস্ত অনুমানই ভুল।"
আমাদের মন এমনই, সে খুব বিশ্বাসযোগ্য মিথ্যাবাদী হতে পারে, মিথ্যে গল্প তৈরি করতে পারে। অল্প বা কোন প্রমাণ ছাড়াই কারো সম্পর্কে নেতিবাচক গল্প তৈরি করতে পারে। তাই শুধুমাত্র যা ভাবছেন, যাচাই না করে হুবহু তাই বিশ্বাস করা উচিত নয়।"
©HasanHafizurRahman
প্রত্যুষ
৪ আষাঢ় ১৪৩০, রাজশাহী
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com