প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ৫:৫১ পি.এম
সাংবাদিক গোলাম রাব্বানীকে হত্যার বিচার দাবিতে ইন্দুরকানীতে মানববন্ধন অনুষ্ঠিত
গাজী এনামুল হক।।
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকান্ডেন সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (জুন ১৯) সকালে ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে সদর রোডের রুপালী ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, নির্বাহী সদস্য আবুল কালাম গাজী, সাংবাদিক ইকরামুল শিকদার, আল আমিন হোসেন, মারুফুল ইসলাম, রাকিবুল ইসলাম, নাছরুল্লাহ আল কাফি প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং খুনি বাবু চেয়ারম্যান ও তার ছেলেসহ সকল অপরাধীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com