স্টাফ রিপোর্টারঃ কালিগঞ্জের পল্লীতে জবর দখলকৃত মৎস্য ঘের ৬ বছর পরে জনগনের সহযোগীতায় দখলে পেয়েছে প্রকৃত মালিক। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নেঙ্গীর বিলে বুধবার (৮ মে) বেলা ১২ টায় ঘটেছে। সরেজমিন সুত্রে জানাগেছে, বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের মৃত শেখ জহির উদ্দীনের পুত্র শেখ গহর আলী (৬৮) এর রেকডিও ও দখলীয় মৎস্য ঘের ২০১৩ সালের মে মাসে সম্পুর্ণ বেআইনে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে একই ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামের মৃত নবীউল্লাহ শেখের পুত্র আব্দুর রশিদ শেখ (৬২) ও শেখ রিয়াজ উদ্দীন (৫৬) গং জবর দখল করে। সেই থেকে অদ্যবধি জবর দখলীয় মৎস্য ঘের থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। স্থানীয় জনগন অবশেষে ভুমিদস্যু শেখ আব্দুর রশিদ ও তার পেটুয়া বাহিনীর কবল থেকে ঐক্যবদ্ধ হয়ে মৎস্য ঘের দখলে পেয়েছে জমির প্রকৃত মালিক গহর আলী শেখ। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ঘের মালিকগন প্রতিবাদ মুখর হয়ে ওঠে ক্ষমতার অপ-ব্যবহারকারী রশিদ গংদের উপর। সুত্র জানায়, ঘের দখলকে কেন্দ্র করে জবর দখলকারীরা নিজেরা বোমা ফাঁটিয়ে ও পরিত্যাক্ত অস্ত্র রেখে গহর শেখের পুত্রদের বিরুদ্ধে উল্টো মামলা করে বাড়ি ছাড়া করে। এখানেই শেষ করেনি রশিদ গং। পরিকল্পিতভাবে গহর শেখের পাঁকা বাড়িতে আগুন ধরিয়ে সব ভষ্মিভুত করে দেয় এবং সহিংসতা মামলায় আসামী করে নিঃশ্ব করে ফেলে। এসব কারণেই বিষ্ণুপুর ইউনিয়নের জনগন রাগে ক্ষোভে ফেঁটে পড়ে। এরই জের হিসাবে বুধবার কোনো রকম ঝামেলা ছাড়াই প্রকৃত জমির মালিকের ডেকে মৎস্য ঘের দখলে দেয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com