প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৩, ৫:৪৩ পি.এম
রাঙ্গামাটিতে চোলাই মদ সহ আটক ৪ নারী
রাঙ্গামাটি প্রতিনিধি: টিম কোতয়ালী থানা পুলিশ কর্তৃক অভিযানে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ০৪ জন গ্রেফতার। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব, মোহাম্মদ আরিফুল আমিন, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা, রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী থানা পুলিশ ০৪ জন মহিলা বিশেষ কায়দায় চোলাইমদ বহন করে নিয়ে যাওয়ার সময় তাদের হেফাজত হইতে ৭০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করেন।আসামী ১। আয়েশা বেগম (২৭), স্বামী-মঈনুদ্দীন, পিতা-মৃত এসকান্দার, মাতা- মাফিয়া খাতুন, ২। শিরিন বেগম (২৩), স্বামী-মনির হোসেন, পিতা-মৃত সাবুদ্দিন, মাতা-আনু বেগম, ৩। আনোয়ারা বেগম (৫৪), স্বামী-আজিজুল হক, পিতা-মৃত সেকেন্দার, মাতা-মৃত বিবি সালেহা, সর্ব সাং- পাহাড়তলী, স্ক্যাপ কলোনী (রেল গেইট), ০৯নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-আকবর শাহ, সিএমপি চট্টগ্রাম ৪। সোনিয়া আক্তার (২৪), স্বামী-সাদা মিয়া, পিতা-মৃত মোজাম্মেল হক, মাতা-মরিয়ম, সাং- আম-বাগান ঝাউতলা ইউসুফ স্কুলের পিছনে, থানা-খুলশী, সিএমপি চট্টগ্রামদের কে ৭৩ লিটার চোলাই মদ সহ ২/৭/২৩ ইং ১৩.০৫ ঘটিকায় মগবান ইউপিস্হ বড়াধম এলাকা হতে আটক করা হয়েছে। নিয়মিত মামলায় কোর্টে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com