ঢাকা ১০ মে ২০১৯: বিএমএসএফ ঢাকার কেরানীগঞ্জ উপজেলা কমিটির সদস্য ইমরান হোসেন ইমুর ওপর সন্ত্রাসি হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসিদেরকে গ্রেফতারের দাবি করা হয়েছে। বিএমএসএফ’র স্থানীয় কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও তার ক্যাডাররা সাংবাদিক ইমুর ওপর এই হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদেরকে গ্রেফতারের দাবি করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এই দাবি করেন। অবিলম্বে ওই সন্ত্রাসি কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিনিয়ত দেশে সাংবাদিক নির্যাতন ও হামলা-মামলার শিকার হচ্ছেই। দেশকে দূর্ণীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাংবাদিক নির্যাতনকে না বলুন। সাংবাদিকের পিঠ দেয়ালে ঠেকাবেন না। সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন করতে দিন। দেখবেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশ থেকে অন্যায়-অনিয়ম, দূর্নীতিমুক্ত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোানার বাংলা প্রতিষ্ঠা লাভ করবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com