মনিরুজ্জামান (মহসিন), নলতা,কালিগঞ্জ,সাতক্ষীরা থেকে।।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে শিক্ষক কর্তৃক ৯ম শ্রেণির শিক্ষার্থী রাজ প্রতাপ মৃত্যুর ঘটনায় মৃতের বাবা দীনবন্ধু প্রতাপ বাদী হয়ে ৫ জন শিক্ষকের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা নং- ২১, তারিখ ১৭ জুলাই ২০২৩৷
মামলায় অভিযুক্ত শিক্ষকগণ হলেন-
সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ, মো: মনিরুল ইসলাম, শীদ্ধার্থ রায় চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো: আব্দুল মোনায়েম এবং সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুল মুঈত।
এর মধ্যে সহকারী শিক্ষক মো: মনিরুল ইসলাম বিদ্যালয়ে উপ্তত্ত পরিস্থিতির এক পর্যায়ে গা ঢাকা দিলেও অবশিষ্ট ৪ জন ঘটনার দিন রাত থেকে জেলা ডিবি কার্যালয় তথা পুলিশি হেফাজতে আছেন বলে মামলার আইও এবং কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মো: মামুন রহমান ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান সূত্রে জানা গেছে।
তবে দোষী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানী করা হবে না বলে জানান মামলার আইও মো: মামুন রহমান।
এদিকে থমথমে পরিস্থিতির মধ্যেও জেলা ও থানা পুলিশের পক্ষ থেকে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সার্বিক বিষয় যাতে সঠিক নিয়মে হয় সেজন্য নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি ঢাকা থেকে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও জানা গেছে।
বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে ১৭ জুলাই সোমবার সকাল থেকে আগে পরে নলতা হাইস্কুলে ছুটে আসেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান,কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজহার আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মামুন রহমান, ডিবি পুলিশ কর্মকর্তা মো: মিজানুর রহমান, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৬ জুলাই'২৩ রবিবার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম সংলগ্ন ৩ তলা ভবনে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কয়েকজন বন্ধু ও বান্ধবী মিলে এক বান্ধবীর জন্মদিন পালনকে কেন্দ্র করে শিক্ষক কর্তৃক ৯ম শ্রেণির শিক্ষার্থী রাজ প্রতাপ কে প্রহারের বেশ পরে বাড়ীতে যাওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে প্রথমে নলতা হাসপাতালে ও পরে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ প্রতাপকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে রাজ প্রতাপের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা লাশ নিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে প্রধান শিক্ষকের কার্যালয় সহ অন্যান্য কক্ষের গ্লাস ও শিক্ষকদের ৬ টি মোটরসাইকেল ভাংচুর এবং শিক্ষক মনিরুল ইসলাম ও শিক্ষক পরিতোষ চক্রবর্তীর মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে।
দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ, ডিবি পুলিশ এসে দীর্ঘক্ষণ পর সম্ভাব্য অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে গেলে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানা যায়।