আজ থেকে বহু বছর পর
একশ, দুশো কিংবা ধরো
আরও কয়েকশ বছর পরে।
নগরের শ্রীবৃদ্ধিতে নেমেছে
নগরাধিকারিক,
বড্ড সেকেলে এই নগরটাকে
তিলোত্তমা করে তোলা এবার।
ধোঁপ জঙ্গলে ছেঁয়ে যাওয়া
জরাজীর্ণ পরিত্যক্ত একটা
ভেঙ্গে ফেলে গগণছোঁয়া ইমারত
হবে এপাশটায় আলো ঝলমল।
কেউ জানে না কারা যেন ঘুমিয়ে
আছে পরিত্যক্ত আঙ্গিনায়
নাম জানা নেই কারও,
আর কি দরকারই বা জানার
ফেলে না রেখে বরং লাগুক না
কাজে শ্রীবৃদ্ধির।
নিমেশে এলাকাটা ছেঁয়ে গেলো
দানবাকৃতি যন্ত্র শকটে,
ঘড়ঘড় আওয়াজ ছাপালো
শত শ্রমিকের কোলাহল।
হঠাৎ সহসা থেমে গেলো সব কাজ
হৈ চৈ কোলাহলে থমকে গেছে সব
মেহনতিদের একজন নাকি
ঝোপের মাঝে জোড়া কবর দেখেছে
সব ফেলে ছুটে এলো সবাই...
পাশাপাশি দুজন, হাতে হাত
রয়েছে শক্ত করে ধরা,
নগরে তখনও জানে কেউ
এভাবেই কত শতক পেরিয়েছি আমরা....♥
(অসমাপ্ত)
** পরের অংশ আগামীকাল
প্রত্যুষ
৪ শ্রাবণ ১৪৩০
রাজশাহী
লেখকঃ হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com