হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলায় একদিনে এক লক্ষ বৃক্ষরোপন কার্যক্রমের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকাল ৯ টায় উপজেলার সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গনে ১টি কৃষ্ণচূড়া ও ১টি কদবেলের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মিশন মহিলা উন্নয়ন সংস্থা'র সভাপতি সখিনা পারভীন, প্রকল্প পরিচালক শেখ আব্দুল্লাহ, দৈনিক দৃষ্টিপাতের পত্রিকার ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলায় এবার একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষ রোপন করা হবে। তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় মিশন মহিলা উন্নয়ন সংস্থা উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন প্রজাতির ১ হাজার চারা রোপন করবেন বলে জানাগেছে ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com