আসো কবি একটি কবিতার জন্ম দিই
Lily Jesmin
************
হে কবি,বরেণ্য কবি,আসো-
তুমি আমি দু'জনে মিলে,
আমাদের রং রূপ ঔরসে-
একটি কবিতা জন্ম দিই।
যে কবিতায় থাকবেনা কোন
হিংসা বিদ্বেষ অহংকার-
না কোন লোভ লালসা,আর অরাজকতার সম্ভার।
থাকবে শুধু, দু'জনের মহা মিলনের-
অটুট মেল বন্ধন,
ভালবাসার মায়ায় ঘেরা,
এক অভিনব সৃষ্টিশীলতা,
যে সৃষ্টির সংস্পর্শে এসে,নতুন প্রজন্ম-
হাসবে খেলবে,বেড়ে উঠবে-
মনুষ্য এ ঘুণে ধরা সমাজে, অবাদে নিরপদে।
হে চির নতুনের কবি আসো,
আমরা আমাদের প্রেমময় চেতনার আবেশে-
সেই কবিতার জন্ম দিই-
যে কবিতার কারুকার্যের পরশে,
সুন্দরের পূজারী হবে
আমাদের আগামীর প্রজন্ম।
আসো কবি, সুন্দরের পূজারি কবি-
আসো আমরা নতুন সৃষ্টির সংঙ্গমে, সেই কবিতার জন্ম দিই-
যে কবিতায় থাবেনা কোন,
মিথ্যে ক্ষমতার লোভ,না কোন, কুসংস্কার আর অপরাজনীতি,না কোন মিথ্যে দাম্ভিকতার বড়াই।
আসো আমরা দুজনের
সবটুকু ভালবাসার সুখ ছোঁয়া দিয়ে,
সেই চির কাঙ্খিত কবিতার জন্ম দিই,,
যে কবিতায় থাকবে না কোন,
ছোট বড় ভেদাভেদ না কোন ধর্মীয় ক্রন্দন ।
থাকবে শুধু সৃষ্টিশীল ভাবনায়
নিরাপদ বিশ্ব মানচিত্র,
যেখানে সমসুরে বলবে সবাই-
আমরা মানুষ,এটাই হবে আমাদের,
সবার একমাত্র পরিচয়।
আসো হে চির সৃজনশীল প্রিয়,
আমরা এমনই একটা কবিতার
জন্ম দিই-
যে কবিতা থেকে সৃষ্টি হবে,একের থেকে অধিক,
তুমি-আমি-আমরা,
আসো দু"জনে মিলে,
সেই কবিতার জন্ম দিই।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com