তপ্ত জমিনে বহুদিন বর্ষা নেই
বহুকাল, বহুঋতু
বুক জুড়ে খরা জমেছে,
কিছু মেঘ ধার দেবে?
কালবোশেখির কালো মেঘ নয়
একদম সাদা,
ধবধবে তুলোর মতো
একরাশ সাদা মেঘ।
দিগন্ত ছুঁয়ে যাওয়া মেঘ।
ভোর আকাশে আবছা আলোর মেঘ
জোস্না রাতে চাঁদ ঢেকে দেয়া মেঘ
সবুজ ডালের মাঝ দিয়ে দেখা মেঘ
নগরের গগণচুম্বি
অট্টালিকা এড়িয়ে চলা মেঘ
গোধুলি আকাশ ছেঁয়ে যাওয়া মেঘ
দুপুরের রোদের কাছে হেরে যাওয়া মেঘ
কষ্টগুলো ভাসিয়ে নিয়ে যাওয়া মেঘ
শরতের নীলাকাশে ভেসে চলা
ঠিকানাবিহীন মেঘ।
মৃদু হাওয়ায় ভেসে ভেসে
সবুজ পাহাড়ে আটকে যাওয়া
কিছু মেঘ ধার দেবে?
নীল খামে অথবা
হলুদ পার্সেল বক্সে ভরে
কিংবা
বিশাল কাভার্ড ভ্যানে করে
কিছু মেঘ পাঠাবে, আকাশের ঠিকানায়?
চার দেয়ালে ঘেরা,
আমার একটা বিশাল আকাশ আছে,
দিগন্ত অবধি সবুজে মোড়া প্রান্তর আছে
সবুজ পাহাড়ে ঘেরা অরণ্য আছে
মেঘ ছুঁতে পারা কষ্টের পাহাড় আছে
অশ্রু বেয়ে চলা নদী আছে
লোনা জলে ভরা পাথার আছে।
ছেড়ে দেবো সব অধিকার, তোমায়
দেবে কী এক খন্ড সাদা মেঘ?
করপল্লব ভরে,
আমার আকাশের ঠিকানায়।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com