এই শিশুদের অনেকেই এতিম, দুঃস্থ ও অসহায়। আবার অনেকের বাবা-মা থাকলেও কাছে নেই। এই শিশুদের অনেকেরই বয়স ১৫ বছর পার হয়নি, কিন্তু তার আগেই কোরআনের হাফেজ হয়ে গেছে।
রোববার রাজধানীর মোহাম্মদপুরে ফিউচার টাউন হাউজিংয়ে অবস্থিত রওজাতুল উলূম ইসলামিয়া মাদরাসার এই শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেছিল নর্থ-ইস্ট চ্যারিটি (নেক) ফাউন্ডেশন। এতে প্রায় দেড়শ’ রোজাদার অংশগ্রহণ করে।
এই শিশুদের কোরআনের পাখি হিসেবে আখ্যা দিয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, ২০১১ সালে বছিলার শ্যামলাশী বিলের মধ্যে মাত্র তিনজন শিক্ষার্থী নিয়ে মাদরাসার শিক্ষা কার্যক্রম শরু হয়। কিন্তু আল্লাহগর রহমতে ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই কয়েক বছরেই প্রতিষ্ঠানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তিনি জানান, দুই বছর আগে প্রতিষ্ঠানটি মোহাম্মদপুরের ফিউচার টাউন হাউজিংয়ে স্থানান্তরিত হয়েছে। এই প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অধিকাংশই দরিদ্র ও অসহায়। এছাড়াও এখানে অনেক এতিম শিক্ষার্থী পড়াশোনা করছে।
এ সময় তিনি ইফতার আয়োজনের উদ্যোক্তা ও তাদের সহযোগিদের জন্য দোয়া করেন।
পরে নেক ফাউন্ডেশনের সদস্য সচিব মাহফুজুর রহমান হোসাইনী ইফতার আয়োজনে কোনো ভুল-ত্রুটি হলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
এ সময় ফাউন্ডেশনের সদস্য সাজ্জাদ হোসেন শামীম, ডা. আব্দুল্লাহ আল নোমান ও ইঞ্জিনিয়ার নূর হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি সংগঠনের আহ্বায়ক ড. মাহাবুবুর রহমান কায়সারের উদ্যোগে মানবতার সেবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘নেক ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকেই সম্পূর্ণ অলাভজনক এই সংগঠনটি দুঃস্থ ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, গৃহহীণদের গৃহ নির্মাণ, দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ, রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো, দরিদ্র ক্যান্সার রোগীর চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com