হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামে সাড়ে তিন মিটার বাই ২ মিটার আয়তনের, দু-ধাপ বিশিষ্ট আস্ত একটি সিঁড়ি রয়েছে, তার ওপর স্পষ্ট ফুটে রয়েছে এক মানব প্রতিকৃতি।
১৯৪৫ সালের ৬ আগস্ট, ৭৮ বৎসর আগে সেদিন হিরোশিমার আকাশে জ্বলে উঠেছিল কৃত্রিম সূর্য, নেপথ্যে, "লিটল বয়"। বিস্ফোরণের এপিসেন্টার থেকে ২৭০ মিটার দূরে সুমিতোমো ব্যাঙ্কে তখন লেনদেনের জন্য লাইন দাঁড়ানো কয়েকজন, কেউ কেউ ব্যাঙ্কের সিঁড়িতে বসা। ব্যাঙ্কের ভিতরে কর্মচারী-সহ ২৯ জন, তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁদের। আর যাঁরা বাইরে ছিলেন তাঁরা ঝলসে যান প্রচণ্ড তাপে। ৩০০০-৪০০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পুড়ে যায় কংক্রিটের দেয়াল, মেঝেও। অন্যদিকে যেখানে দাঁড়িয়ে বা বসে ছিলেন গ্রাহকরা, তুলনামূলক কম তাপের সংস্পর্শে আসে সেসব জায়গা। তাপে ঝলছে পুড়ে সিঁড়িতে তৈরি হয় মানব প্রতিকৃতি। তা আসলে তাপীয় রশ্মির ছায়া, পরিচিতি পায় ‘শ্যাডো অফ ডেথ” নামে। হিরোশিমা নতুন করে তৈরি করা হলেও, রয়ে গেছে যুদ্ধের দগদগে ক্ষতচিহ্নগুলি...
লেখকঃ হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com