প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ১১:১১ এ.এম
টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে পাহাড় ধ্বস
মোঃ আবু তৈয়ব: (রাঙামাটি প্রতিনিধি)
০৮/০৮/২০২৩ রোজ মঙ্গলবার আজ ৭ দিন এক টানা বৃষ্টিতে রাঙ্গামাটি জেলা। গত ০২/০৮/২০২৩ রোজ বুধবার থেকে শুরু হওয়া টানা বর্ষণের কারণে পাহাড়ের ঝুঁকিপুর্ন এলাকায় বসবাসরত মানুষকে সরিয়ে নিতে কাজ করছেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন মহোদয় সহ পুলিশ সুপার মীর আবু তৌহিদ বি পি এম মহোদয় মাঠে আছেন, রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি আরিফুল আমিন এবং জেলা প্রশাসকের কর্মকর্তা কর্মচারী ফায়ার সার্ভিস ও বিভিন্ন সামাজিক সংগঠনে একঝাঁক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে রাঙ্গামাটি জেলার প্রশাসন ।
আজ মঙ্গলবার ভোরে রাঙ্গামাটি সিভিল সার্জন মহোদয়ের বাংলোর পিছনে পাহাড়ধস, ১৭ পরিবারের ৬০জন কে আশ্রয় কেন্দ্রে প্রেরন করেছেন রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি আরিফুল আমিন মহোদয়।
ইতি মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানান, জেলা প্রশাসনের তিনটি টিম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এখনও ঝুঁকি নিয়ে অনেক লোকজন পাহাড়ের পাদদেশে বসবাস করছে। তবে শহর ও উপজেলায় মোট ১৮২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, প্রতিটি উপজেলায় রেসকিউ টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও রাঙ্গামাটি জেলা পুলিশের সকল সদস্যকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সঙ্গে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, একটি লোকও যাতে হতাহতের শিকার না হয় ও একটি পরিবারও যাতে ক্ষয়ক্ষতির মুখে না পড়ে। সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি।
তিনি আরও জানান, সকল উপজেলাগুলোকেও ঝুঁকি মোকাবেলায় কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের জন্য খাবারসহ সব ধরণের ব্যবস্থা করা হয়েছে ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com