মুজিব আমার স্বপ্নের মহাপুরুষ
যার জন্মের প্রতিদান এই বাংলাদেশ
ধন্য আমি জন্মেছি তাঁরই সৃষ্ট বাংলায়।
আমি মুজিবের ভক্ত
যিনি শান্তিতে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্ত।
যিনি বাঙালী জাতির পিতা, বাংলার মানুষের কাছে যিনি বঙ্গবন্ধু উপাধীতে সিক্ত।
যাঁর আকাশ ছোঁয়া ব্যক্তিত্বে সবারই মাথা হয় নত, শতবর্ষ আগে জন্ম নিয়ে টুঙ্গিপাড়ার সেই খোকা, মিয়া ভাই, মুজিব ভাই, শেখ সাহেব অবশেষে বঙ্গবন্ধু আর জাতির পিতা হিসেবে বাংলাদেশ নামক একটা দেশের জন্ম দিয়ে বাঙালি জাতিকে করেছেন ধন্য।
পঁচাত্তরের পনেরোই আগস্ট আমার বঙ্গবন্ধুকে হত্যা করে যারা জাতিকে করেছে কলঙ্কিত
তাদের প্রতি ঘৃণা।
এ হত্যার বিচার নয় প্রতিশোধের প্রয়োজন।
সেদিন নরপীশাচেরা শুধু জাতির পিতা, শিশু, নারীসহ মুক্তিযুদ্ধাদেরই হত্যা করেনি তারা হত্যা করেছে
'৭১ এর চেতনাকে।
সেই চেতনা ধ্বংসকারিদের বিরুদ্ধে বিচার নয় তাদের বিরুদ্ধে প্রতিশোধ চাই।
লেখকঃ প্রকল্প পরিচালক,গণমাধ্যমের সাথে সমম্বয় ও উন্নত সেবা প্রদান মোঃ মমিনুল হক জীবন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com