হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আটজনই পুরুষ। কিন্তু তারা হিজড়া সেজে বিভিন্নস্থানে চাঁদাবাজি করে বেড়াতেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই আটজন হলেন- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া আটজনকে লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় আনা হয়েছিল। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, এই আটজনের দল দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। তাদের গুরুমাতা হিসেবে কাজ করেন জনৈক পাপ্পু হিজরা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান।
আর এর বিনিময়ে প্রত্যেককে দৈনিক ৬০০ করে টাকা দেন গুরুমাতা পাপ্পু।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে এক বাইক চালককে থামিয়ে এই ছদ্মবেশী হিজড়ারা টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন।
এরপর ওই বাইক চালক ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com