মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মইনুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আজ সোমবার (১৪ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্মকর্তা মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকে কর্মরত। এ ঘটনায় শামীমা আক্তার (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নারীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়। আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় বাকবিতন্ডতা করতে দেখা যায় অভিযুক্ত শামীমা আক্তার ও আহত মাইনুল ইসলামকে। এর কিছুক্ষণ পর মাইনুল দৌঁড়াতে দৌঁড়াতে ঝালচত্ত্বর এলাকায় 'বাঁচান বাঁচান' বলে চিৎকার করে। মাইনুলের গলায় জখমের আঘাত দেখে উপস্থিত অন্য কর্মকর্তারা তাকে ইবি মেডিকেলে নিয়ে যায়। সুযোগ বুঝে অভিযুক্ত নারী প্রধান ফটক দিয়ে পালাতে গিয়ে জনগণের হাতে ধরা খায়। পরে তাকে ধরে প্রশাসন ভবনে আটকে রাখা হয়।
অভিযুক্ত শামীমা আক্তার দাবি করেন, তিনি মইনুলের স্ত্রী। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে তার সাথে দেখা করতে এসেছিলাম। তিনি আমার স্বামী। কিন্তু মইনুল হোসেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করেনা। আমি তাকে গলায় জখম করিনি বরং মাইনুল আমাকে জখম করে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে ব্যাংক ম্যানেজার হাসিবুজ্জামান হাসিব বলেন, 'মামলার প্রক্রিয়া চলমান। ব্যাংক কর্মকর্তার স্ত্রী আসলে থানায় মামলা করা হবে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, 'আমরা ঘটনা শুনে সাথে সাথে পুলিশকে জানিয়েছি। পুলিশ ওই নারীকে আটক করেছে।'
এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, 'প্রশাসন ভবন এলাকায় মাইনুল নামের ব্যাংক কর্মকর্তার গলায় এক নারী ধারালো কিছু দিয়ে পোঁচ দিয়ে জখম করেছে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীকে আপাতত থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।''