নাটোর প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যার নেপথ্য মূখ্য ভূমিকায় ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান। এসময় তিনি খন্দকার মুসতাককে দিয়ে নায়কের পাঠ করিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রোববার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময়ে তিনি আরো বলেন, জিয়াউর রহমান হ্যাঁ-না ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকএ হত্যা করেছিল । তৎকালীন সময়ে উর্ধ্বতন সেনা কর্মকর্তা, স্বাধীনতার স্বপক্ষের বুদ্ধিজীবি ও ছাত্রনেতাদের গুম-খুন করে ক্ষমতা দখল করেছিলেন তিনি। বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে দেশে ফিরিয়ে এনেছেন। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছেন। দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তর করেছেন। মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে সার্বজনিন বীমা চালু করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও সকল ষড়যন্ত্রকে রুখে পুনরায় ক্ষমতায় যেতে ভেদাভেদ ভুলে সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।
বড়াইগ্রাম পাইলট স্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তৃতায় আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে দলের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্যই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামীলীগ করা যাবে না। মনোনয়ন সবাই চাইতে পারেন। তবে কাকে দেবেন সেই সিদ্ধান্ত দলীয় সভাপতির। তিনি বলেন, আজকের শোক সভা কোন ব্যক্তির নয়, তাই দাওয়াত পেয়েও যারা এই সভায় আসেন নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, নেত্রী নিজ হাতে আমাকে ৭ বার মনোয়ন দিয়েছেন। আপনারা নেত্রীর সেই সম্মান রেখেছেন। আপনারা ঠকেন নাই। ভবিষ্যতেও ঠকবেন না। কারো চোখ রাঙ্গানির ভয়ে ভুল পথে পা দেবেন না। তাতে বিএনপি-জামায়াত উপকৃত হবে।
বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলার কয়েক হাজার নেতা-কর্মীর অংশ গ্রহনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com