সাতক্ষীরা জেলার গর্বিত কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু পাল তার নিজ জেলার কার্যক্রম পরিদর্শন করলেন। দিনব্যাপী সফরসূচীর শুরুতে তিনি শনিবার সকালে ৫১ শক্তিপীঠের অন্যতম শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী সার্বজনীন কালী মন্দির পরিদর্শন করেন এবং সেখানে পূজা দেন। এরপর প্রসাদ গ্রহণ ও ভক্তদের সাথে মতবিনিময় শেষে নলতা ঐতিহাসিক কালিবাড়ী পরিদর্শন করেন অতঃপর সাতক্ষীরা সদরে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষের সাথে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ এবং ট্রাস্টের সাতক্ষীরা অফিসের ফিল্ড অফিসার মিন্টু হালদার। সচিব হিন্দু ধর্মেীয় কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এসকল কার্যক্রমে ভালভাবে এগিয়ে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সকলের সহযোগিতা কামনা করেন। বীর মুক্তিযোদ্ধা মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশান্ত ঘোষ সচিবকে তার রচিত মহাপ্রভু ও যুগধর্ম বইটি উপহার হিসেবে প্রদান করেন এবং সাতক্ষীরা সফরের জন্য সচিবকে ধন্যবাদ জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com