প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৩, ১০:০৭ এ.এম
নবীনদের বরণ করে নিলো ইবির বাংলা বিভাগ
মোতালেব বিশ্বাস, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের ১০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি বিভাগীয় সভাপতি অধ্যাপক গাজী মোঃ মাহবুব মুর্শিদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ফৌজিয়া খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তানভীর দুলাল হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. তপন কুমার রায় ও বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. শেখ মহাঃ রেজাউল করিম, অধ্যাপক ড.গৌতম কুমার দাস, অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, অধ্যাপক মোঃ বাকী বিল্লাহ, অধ্যাপক খোন্দকার আরিফা আক্তার, অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান এবং অধ্যাপক ড. নাসরিন আক্তার। এসময় সকলেই নবীনদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।
এসময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল হোসেন সকল শিক্ষার্থীদের জীবনে ৩টি ধাপ ( প্রত্যাশা,প্রত্যয় এবং পরিশ্রম) রাখবার অনুরোধ করেন। অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান বলেন, 'বাংলা বিভাগ একটি পরিবারের মত, সুখে দুঃখে আমরা সাহিত্য রস আস্বাদন করবো এবং একটি পারিবারিক বন্ধন তৈরি করবো তোমাদের সাথে। শিক্ষকরা তোমাদের অভিভাবক।'
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com