সুন্দরগঞ্জ প্রতিনিধি -মোঃ নুর আলম মিয়া।।
“কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আধুনিক ধান চাষাবাদের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রংপুর আঞ্চলিক গবেষক প্রধান ড. মোঃ রকিবুল হাসান, গবেষক সোলায়মান হোসেন, সিনিয়র গবেষক মোছাঃ সেলিমা জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার এসএম সরোয়ার হোসেন, জ্যোতিশ চন্দ্র সিংহ প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ অংশ নেন। কৃষক প্রশিক্ষণে আধুনিক ধান চাষাবাদের বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকগণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com