হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে আন্তঃ স্কুল ফুটবল খেলায় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন ও উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছেন।
উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসাও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল খেলা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠের খেলায় নির্ধারিত সময়ে উভয় দল ১/১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হলে খেলাটির টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়। রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ফুটবল দল ৪-২ গলে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এই প্রথমবারের মত উপজেলা পর্যায়ে আন্ত স্কুল ফুটবল ফাইনালে খেলা করে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এবং সাতারে ঐ স্কুলের দুইজন পুরুস্কৃত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা'র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এবাদ আলী, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাফিজুল ইসলাম, কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমান প্রমূখ। এছাড়া উপজেলা পর্যায়ে হ্যান্ডবলসহ অন্যান্য ইভেন্টের খেলায় পুরস্কার প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন সোহাগ, তার সহকারী ছিলেন বাবু ও রিফাত।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com