ঈদগড়ে অস্ত্রের কারখানায় র্যাবের অভিযানে একজনকে আটক করা হয়েছে।
১৫সেপ্টেম্বর গভীর রাতে এ পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায় র্যাব। কারখানা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ একজনকে আটক করা হয়।
র্যাবের মতে,ঈদগড় ইউনিয়নের তেলখোলাস্থ পানিস্য এলাকার কালুর বাড়ীর পিছনে দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে অস্থায়ী তাঁবু টাঙ্গানো একটি স্থানে অস্ত্র তৈরীর কার খানার সন্ধান পায় তারা। র্যাবের অভিযান টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও অস্ত্র তৈরীর কারিগর আনোয়ারকে আটক করা হয়।
এসময় ১টি দেশীয় তৈরী বন্দুক,১টি দেশীয় তৈরী একনলা শিসা বন্দুক,১০ রাউন্ড এমজির গুলি,৫০ রাউন্ড এসএমজি’র গুলি, ৮ রাউন্ড গুলির খালি কার্তুজ, ১৫টি শিসা, ১টি ছেনি,১টি হাতুড়ি,১টি বাইশ,২টি রেত,১টি প্লাস,৫টি সুপার গ্লু গাম,৫০ গ্রাম বারুদ এবং ১৫০টি বিয়ারিং বল উদ্ধার করা হয়।
আটককৃত হলেন খুরুলিয়ার মুছা আলীর ছেলে আনোয়ার হোসেন। অস্ত্র তৈরীর কারিগর আনোয়ারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামীদের গ্রেফতারের পাহাড়ে অভিযান অব্যাহত আছে বলে জানায় র্যাব।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com