বান্দরবানে অনলাইনে জুয়া খেলার আলামত সহ এক অনলাইন জুয়ারী কে আটক করেছে ২এপিবিএন পুলিশ।
জানা যায়, ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২এপিবিএন রিয়ার হেডকোয়ার্টর্স মেঘলা বান্দরবানের এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল কাইয়ুম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ইং ১৭/০৯/২০২৩ তারিখ বান্দরবান জেলার বান্দরবান সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ সবুজবাগ হাফেজঘোনা সুমন এন্টারপ্রাইজ নামীয় ভাঙ্গারীর দোকানের ভিতর আসামী- ১। মোঃ ইলিয়াছ‘কে মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। তার Redmi Note 11pro ও ROG Phone11 মডেলের ব্যবহৃত মোবাইল ফোনের Chrome Browser History পর্যালোচনা করে জুয়া খেলার Jaya9 প্লেয়ার আইডি (যেটির ইউজার নাম ilias54, পাসওয়ার্ড-Elias420) পাওয়া যায় এবং অনলাইন জুয়ার একাধীক ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন তারিখ ও সময়ে বিভিন্ন পরিমাণের অনলাইনে জুয়া খেলার অর্থ লেনদেন করে মর্মে জানা যায়।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং- ১২ তারিখঃ ১৭/৯/২৩খ্রিঃ মূলে, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় মামলা রুজু করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com