রামগঞ্জ প্রতিনিধি: সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক শান্তি পুরষ্কার - ২০২৩ গ্রহন করলেন লক্ষ্মীপুরের, রামগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ মাঈন উদ্দিন রুবেল। সার্কভুক্ত ৮ টি দেশ থেকে ২৫ জন সামাজিক ব্যাক্তিত্ব আন্তর্জাতিক শান্তি পুরষ্কারে ভূষিত হন। এদের মাঝে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনর সভাপতি মাঈন উদ্দিন রুবেলও একটি শান্তি পুরষ্কার গ্রহন করলেন।
এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিটের পরিচালক গোলাম ফারুক মঞ্জুর পরিচালনায়, গত (১৭ সেপ্টেম্বর) রবিবার বিকেলে ঢাকার সোনারগাঁও হোটেলে এই আন্তর্জাতিক শান্তি পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ডাঃ আবু তারিক,
প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, এমপি খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পিরজাদা শহিদুল হারুন, সাবেক সচিব ডঃ বিকারনা কুমার ঘোষ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ডাঃ মোখলেছুর রহমান(পি এস ডি), সহ অনেকেই।
এই সময়ে সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাঈন উদ্দিন রুবেল জানান,
এই আন্তর্জাতিক স্বীকৃতি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ হাজার গুণ বাড়িয়ে দিলো। নি:সন্দেহে এটি আমাদের জন্য বড় একটি অর্জন। “সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশন” একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী একটি সংগঠন।
প্রতিষ্ঠাকাল হইতে সংগঠনটি অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের মৌলিক অধিকার আদায় ও বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছেন।
এছাড়াও বিভিন্ন সময় সামাজিক প্রচারনামূলক পোগ্রাম যেমন- যৌতুক ও মাদক বিরোধী প্রচারনা, নৈতিক শিক্ষা কার্যক্রম গ্রহন, দেশের অবকাঠামো উন্নয়ন, জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহন করে আসছেন। সেইভ এন্ড সেইফ ফাউন্ডেশনের সকল সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, শারিরীক ও মানসিক ভাবে সহযোগিতা করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমের সুফল সমাজের প্রিতিটি স্তরে অবদান রাখবে ইনশাল্লাহ । আপনারা সহ সকলে আমাদের সাথে থাকলে এই সমাজকে আমরা একদিন বদলে দিবো ইনশাআল্লাহ ।
উল্লেখ্য প্রতিষ্ঠাকাল হইতে সংগঠনটি অসহায় বেকার যুবক/যুবতীদের কর্মের ব্যবস্থা করা ও বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কর্মদক্ষ করে তোলা, মাদক দ্রব্য প্রসার রোধে এর ক্ষতিকারক দিক সম্পর্কে গনসচেতনতা সৃষ্টি করা, প্রতিবন্ধিদের হুইল চেয়ার, প্রতিবন্ধি ও ভিক্ষুকদেরকে দোকানঘর এবং বাস্তুহারাদেরকে ঢেউটিন দেওয়ার মাধ্যমে পূর্ণবাসন করা, বিভিন্ন মমূর্ষ ও অসহায় রোগীদেরকে রক্তের সহায়তা, ফ্রি মেডিকেলে ক্যাম্পেইনের মাধ্যমে ডাক্তার সেবা ও অসহায় হত-দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং খাদ্য সামগ্রী, ঈদ উপহার, শীত বস্ত্র, অসহায় ও এতিমদের মাঝে খাবার বিতরন সহ অন্যান্য সামাজিক কাজ করে আসছেন।
কোভিড-১৯ করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী, মাস্ক, সেনেটাইজার বিতরন ও অক্সিজেন সরবরাহ করেন। সংগঠনটি এর আগেও করোনাযোদ্ধা পুরষ্কার সহ আরো কয়েকটি পুরষ্কার গ্রহন করেন।
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন
সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ ও
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ।