তুমি কখন হাসো?
এই, যখন বৃষ্টি নামে।
বৃষ্টি কখন নামে?
যখন গ্রিল বেয়ে ওঠা লতায়
লাল টুকটুকে কুঞ্জলতা ফোটে।
তোমার বেলকনিতে কুঞ্জলতারা কখন ফোটে?
যখন ছোট্ট পাখিরা গান গায়।
ছোট্ট পাখিরা কখন গায়?
যে সাঁঝে দখিনা বায়।
দখিনারা কখন বায়?
ঠিক, ভরা জোছনায়।
জোছনা কখন পূর্ণ হয়?
ঠিক, যখন তুমি হাসো,
ও চোখে জোছনারা ঠিকরে পড়ে,
আকাশ জুড়ে আলোর বৃষ্টি নামে।
স্নাত প্রহর
৭ আশ্বিন ১৪৩০
রাজশাহী
©HasanHafizurRahman
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com