একটা রোদেলা দুপুরে অঝর বৃষ্টি নেমেছে,
আর নিঃসঙ্গ বেলকনিতে দাঁড়িয়ে
একজন বাতাসে বৃষ্টির শব্দ শুনছে,
শীতের আগমনীতে সে বৃষ্টি যেন
নিরব কান্নার সাথে একাকার।
থেমে গেছে গ্রিলে ঝোলানো ছোট্ট টবে
ফুটতে চাওয়া লতানো
মৌসুমি ফুলের নাঁচন,
কিছু পাতা আর পাপড়ি
ছিঁড়ে পড়েছে এলোমেলো টুকরো হয়ে।
সাদা, লাল হলুদ ছেঁড়া পাপড়ি
আর পাতারা সাঁতার কাটছে
বেলকনিতে জমা পানিতে,
ওরা আমার দীর্ঘশ্বাস অনুভব করছে।
রোদেলা দুপুরে বৃষ্টি নেমেছে
বাতাসে বৃষ্টির কান্না শুনছি
আর ওরা শুনছে দীর্ঘশ্বাসের
কখনো ছন্দ মিলিয়ে একসাথে
আর কখনোবা ছন্দ ছাড়াই
এক রোদেলা দুপুরে বৃষ্টি নেমেছে।
লেখকঃ হাসান হাফিজুর রহমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com