বান্দরবানের রুমায় শিক্ষার্থীদের মাঝে সেনাজোন কর্তৃক শিক্ষা সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন রুমা জোনের জোনাল স্টাফ অফিসার মো: রাওহাতুল ইসলাম রায়হান, ক্যাপ্টেন জনাব রাফিদ করিম, রুমা অগ্রবংশ অনাথালয় পরিচালক ও আশ্রম পাড়া বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় উ. Naindiya Monk ভান্তে, মিডিয়ার সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন পিএসসি বলেন, পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া জীবন যাত্রার মান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে পেরে আমরা আজ অনেক আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন অধিনায়ক উপস্থিত সকলকে অবহিত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com