প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৩, ৮:২২ এ.এম
রাঙ্গামাটি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মাঠে ডিসি, এসপি ।
আবু তৈয়ব,রাঙ্গামাটি প্রতিনিধি:
জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার মান্যবর জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়। সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ বিপিএম (বার), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা’র যুগ্মপরিচালক জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) জনাব মো: সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব কানিজ জাহান বিন্দু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব রানা দেবনাথসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি সকলকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করাসহ বাজার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করার জন্য সকলকে অনুরোধ জানান। সভা শেষে সভাপতি উপস্থিত সকলকে নিয়ে বাজার পরিদর্শনে যান এবং ব্যবসায়ীদের দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com