ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ীতে রেলওয়ে স্টেশন জামে মসজিদের জায়গা জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (১৫ অক্টোবর) ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান লাইজুর নেতৃত্বে জায়গা জবর দখলের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী রেলওয়ে স্টেশন জামে মসজিদের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান লাইজু। তিনি মানববন্ধনে বলেন, ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ হাসানুর রহমান গত ১৪ অক্টোবর দুপুর ১২টায় তার লোকজন নিয়ে গিয়ে জোর করে মসজিদের জায়গার উপর ঘর তৈরির চেষ্টা করেন প্রতিপক্ষ। মসজিদ কমিটির লোকজন বাঁধা দিতে গেলে কাউন্সিলর সহ তার লোকজন মসজিদ কমিটির লোকজনের উপর চড়াও হয়। এমনকি মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে। মুসল্লিদের অনুভূতিতে চরম আঘাত হানার সামিল কাউন্সিলরের এহেন কর্মকান্ডে। মসজিদ কমিটির উপরে এই নেক্কার জনক ঘটনার সুষ্ঠু বিচার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কাজী শফি কাওসার রুমেল, মোঃ সোহাগ হোসেন অন্তর। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com