মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর দুলাল মিয়ার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ৭ লক্ষ টাকা চাঁদা দাবির লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শাহনাজ বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী মোসাম্মৎ শাহনাজ,স্বামী মোঃ রুহুল আমিন, সাং শম্ভপুরা পো: শম্ভপুরা, থানা আড়াইহাজার বিগত ১৭/০৮/২০২২ সনে সোনারগাঁও উপজেলার লাহাপাড়া সাকিনে আর এস ৪৪ মূলে ০৭ শতাংশ বসতবাড়ি ক্রয় করেন,সম্পত্তির দলিল নাম্বার : ১৪৯৪৭,তাং১৭/০৮/২০২২ এবং নামজারীর নং ৩৬৯৪, ২০২২/২০২৩।
সম্পত্তি ভোগদখল থাকাকালীন শাহনাজ বেগমের নিকট ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার লাহাপাড়া গ্রামের মো: দুলাল মিয়া পিতা মৃত হানিফ মিয়ার ছেলে। এই ৭ লক্ষ টাকা চাঁদা দিতে না পারলে শাহনাজ বেগমকে বাড়ির আশেপাশে ঢুকতে ও বাড়ি তৈরির কাজ করতে দিবে না দুলাল মিয়া।
এরই ধারাবাহিকতায় ০২/১০/২০২৩ তারিখে আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুলাল মিয়া ও চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি মিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে,শাহনাজ বেগমের কাছে ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করেন,চাঁদা দিতে পারবে না জানালে দুলাল মিয়া শাহনাজ বেগমের উপর তেরে আসেন মারতে। শাহনাজ বেগমের নির্মাণ শ্রমিকরা শাহনাজ বেগমকে বাঁচাতে তার দিকে এগিয়ে আসলে,কমিশনার দুলাল ও তার লোকজন শ্রমিকদের বিভিন্নভাবে আঘাত করেন। কমিশনার দুলাল মিয়া ও তার লোকজন শাহনাজ বেগমকে হুমকি দিয়ে যায় এ জায়গাতে আবার আসলে তাদেরকে মেরে ফেলা হবে।
তাই ভুক্তভোগী শাহনাজ বেগম নিরুপায় হয়ে জীবন রক্ষার জন্য সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন।
উপরোক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে,সোনারগাঁও থানার এ,এসআই মোহাম্মদ খবির উদ্দিন বলেন,সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার দুলাল মিয়া বিরুদ্ধে ৭ লক্ষ টাকা চাঁদার দাবির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।